অলজ্জিত কামিনী রায়

অলজ্জিত
কামিনী রায়

কণ্ঠে মোর নাহি ফোটে সুর
বীণা হাতে বাজে না মধুর
কি দিয়া তুষিব সবে
কি কাজে লাগিব ভবে
এ শোচনা করো প্রভু দূর।

আমারে গড়েছ নিজ হাতে
আশিষ বরষি মোর মাথে
যত কিছু তুমি গড়
ভিন্ন মাপে, ছোট বড়
বিচিত হয়েছে বিশ্ব তাতে।

এ বিপুল বিচিত্র সংসারে
সার্থক করিব আপনারে
আসি নাই এ জগতে
আর কারো মত হতে
এ কথা স্মরিব বারে বারে।

ক্ষুদ্র এই লজ্জা কি তাহাতে
নদী, সিন্ধু, হ্রদে ও প্রপাতে
যে পার্থক্য তার মাঝে
যে মঙ্গল বিধি রাজে
নিশা, সন্ধ্যা দিবা ও প্রভাতে
সে শুভ বিধানে তব
আমি ক্ষুদ্র রূপে রব
অগণ্য নগণ্য জন সাথে।

ব্যক্ত আমি বর আপনাতে
অলজ্জিত তব দৃষ্টিপাতে
যারা দীন, মৌন মুখে
খাটে নিত্য দুঃখে-সুখে
হাত দিয়া তাহাদের হাতে
কথা কব সহজ ভাষাতে।

Leave a Comment