শেষ চিঠি

শেষ চিঠি**** রবীন্দ্রনাথ ঠাকুর **** তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,তুমি জানো নি।তুমি জানো নি। আমি প্রাণপণে চেয়েছি,প্রেমের দাবি নিয়েতোমার হৃদয়ের দরজায় করিয়েছি করাঘাত।সে দরজা ছিল বন্ধ।অবহেলা করেছ আমায়।তবু পরম আশায়অবিরাম বেদনার বন্যা বয়ে গেছে চিত্তে।তোমার ক্রোধ, তোমার ঘৃণা, তোমার গ্লানিতেআমার আশার প্রদীপ নিবে যায় নি। আজ বুঝেছি।যে অমৃত তুমি রেখেছতোমার পাত্রের তলায়—তাহা আমার জন্য নয়।তোমার প্রেমের … Read more

নয়ন তোমারে পায় না দেখিতে

নয়ন তোমারে পায় না দেখিতে **** রবীন্দ্রনাথ ঠাকুর **** নয়ন তোমারে পায় না দেখিতেরয়েছ নয়নে নয়নে,হৃদয় তোমারে পায় না জানিতেহৃদয়ে রয়েছ গোপনে। বাসনা বসে মন অবিরত,ধায় দশ দিশে পাগলের মতো।স্থির আঁখি তুমি ক্ষরণে শততজাগিছ শয়নে স্বপনে। সবাই ছেড়েছে নাই যার কেহতুমি আছ তার আছে তব কেহনিরাশ্রয় জন পথ যার যেওসেও আছে তব ভবনে। তুমি ছাড়া … Read more