শিশু যাদুকর – Shishu Jadukar

আজ অনেকদিন পরে একটি কবিতা। একজন পিতা নিজ সন্তানকে কোলে দেখে যা অনুভব করেন, নজরুলের লেখা শিশু যাদুকর হয়তো তারই ব্যক্ত রূপ। পাঠকদের মধ্যে যারা সেই অনুভূতিটুকু জানেন, তাঁদের উদ্দেশ্যে এটি আজ তুলে দিলাম।

Today, a poem, perhaps by a father, to his child. Written by the inimitable Nazrul, Shishu Jadukar captures what perhaps every father feels when he holds his infant in his arms.

শিশু যাদুকর

পার হয়ে কত নদী কত সে সাগর
এই পারে এলি তুই শিশু যাদুকর!
কোন রূপ-লোকে ছিলি রূপকথা তুই,
রূপ ধরে এলি এই মমতার ভুঁই।

নবনীতে সুকোমল লাবণি লয়ে
এলি কে রে অবনীতে দিগ্বিজয়ে।
কত সে তিমির-নদী পারায়ে এলি-
নির্মল নভে তুই চাঁদ পহেলি।

আমরার প্রজাপতি অন্যমনে
উড়ে এলি দূর কান্তার-কাননে।
পাখা ভরা মাখা তোর ফুল-ধরা ফাঁদ,
ঠোঁটে আলো চোখে কালো-কলঙ্কী চাঁদ!
কালো দিয়ে করি তোর আলো উজ্জ্বল-
কপালেতে টিপ দিয়ে নয়নে কাজল।

তারা-যুঁই এই ভুঁই আসিলি যবে,
একটি তারা কি কম পড়িল নভে?
বনে কি পড়িল কম একটি কুসুম?
ধরণীর কোলে এলি একরাশ চুম।

স্বরগের সব-কিছু চুরি করে, চোর,
পলাইয়া এলি এই পৃথিবীর ক্রোড়!
তোর নামে রহিল রে মোর স্মৃতিটুক,
তোর মাঝে রহিলাম আমি জাগরুক।

– কাজী নজরুল ইসলাম