কে বেশি কে কম – জয় গোস্বামী

জয় গোস্বামী

কে বেশি কে কম – জয় গোস্বামী চিনতে পেরে গেছে বলে যার জিভকেটে নিল ধর্ষণের পরেদু’হাতে দু’টো পা ধরেছিঁড়ে ফেললো যার শিশুটিকেঘাড়ে দু’টো কোপ মেরে যার স্বামীকেফেলে রাখলো উঠোনের পাশেমরা অবধি মুখে জল দিতে দিল নাসেই সব মেয়েদের ভেতরেযে-শোকাগ্নি জ্বলছেসেই আগুনের পাশেএনে রাখো গুলির অর্ডার দেওয়াশাসকের দু’ঘন্টা বিষাদতারপর মেপে দ্যাখোকে বেশি কে কমতারপর ভেবে দেখকারা … Read more